প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 2, 2025 ইং
উচাটন ইচ্ছে ---ফারজানা মৃদুলা

উচাটন ইচ্ছে
---ফারজানা মৃদুলা
সমুদ্র ডাকে
তোমায় নিয়ে সূর্যাস্ত দেখার
এক পুরোনো স্বপ্নে।
জীবনের যান্ত্রিক দিনগুলো
ইচ্ছে গুলোকে করে ক্লান্ত,
ভেজে না পা সমুদ্রজলে,
না বলা কথারাও থাকে জমে।
তবু মনে হয়
শেষ বিকেলে দু’জনে
বেলকনিতে বসে আকাশ দেখলেই
সব অপূর্ণতাই
হবে ছোট্ট এক শান্তি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24